সুক্কারি মুফাত্তাল হলো সৌদি আরবের অন্যতম জনপ্রিয় খেজুর, যা তার সোনালি রঙ, নরম ও মিষ্টি স্বাদের জন্য বিখ্যাত।
এই খেজুর মুখে দিলে মধুর মত গলে যায় — তাই একে অনেকেই বলেন “খেজুরের মধ্যে হানি ডেট”। এটি স্বাস্থ্যসচেতন ব্যক্তি ও উপহারপ্রিয়দের মাঝে অত্যন্ত জনপ্রিয়।