মেডজুল খেজুর বিশ্বব্যাপী খ্যাত “খেজুরের রাজা” নামে পরিচিত। বড় আকৃতি, রসালো ও মসৃণ টেক্সচার এবং প্রাকৃতিক মধুমিষ্ট স্বাদের জন্য এটি বিশেষভাবে জনপ্রিয়।
একটি মেডজুল খেজুর খেলে অনেকটা ন্যাচারাল এনার্জি বার খাওয়ার মতোই শক্তি মেলে—তাই এটি স্বাস্থ্যসচেতনদের সেরা পছন্দ।